সাতক্ষীরা পৌরদীঘিতে সাঁতার কাটতে নেমে নিখোঁজের
৩ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার করেছে ডুবুরিদল।
নিহত যুবক মহিবুল্লাহ (৪২) সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের দ্বীন আলীর ছেলে।
তিনি সদর সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ পদে কর্মরত ছিলেন।
রবিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে লাশ উদ্ধার হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৭টার দিকে সদর সাব রেজিস্ট্রার মশিয়ার রহমান, নকল নবিশ মহিবুল্লাহ ও আরো একজনসহ ৩ জন পৌরদীঘিতে গোসল করতে নামেন। সাঁতার কাটার একপর্যায়ে মহিবুল্লাহ নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস চলে আসলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কাজ চালাতে ব্যর্থ হয়।
পরে খুলনা থেকে ডুবুরি দল এসে রাত ১১টার দিকে নিখোঁজ মহিবুল্লার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]