সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৮২০ পিস ইয়াবাসহ তরুণ মাদককারবারীকে আটক করেছে। শহরের শহিদ রীমু সরণি’র ফুড অফিস মোড়ে বেঁচাকেনার সময় পুলিশ হাতে নাতে এ কারবারীকে আটক করে।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন রবিবার রাত ৯টায় অনানুষ্ঠানিক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সন্ধ্যার আগে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফুড অফিস মোড়ে বেঁচাকেনার সময় অভিযান চালিয়ে ইয়াসিন আরাফাত (১৯) নামের তরুণ মাদক কারবারীকে আটক করে। সে কলারোয়া উপজেলার গদখালী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সে এই মাদক ব্যাবসার সাথে জড়িত।
প্রেস বিফিংয়ে উপস্থিত সাতক্ষীরা থানার ওসি (অপারেশন) মাসুম খান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]