সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) রাতে শহরের মেহেদীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের মেহেদীবাগ এলাকার সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও করিম মাওলার ছেলে আলমগীর কবির।
সাতক্ষীরা সদর থানার এসআই সাইফুল জানান, সোমবার রাতে সাইফুল ইসলাম ও আলমগীর কবির সদর উপজেলার বৈকারীর আব্দুস ছালেকের বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় আব্দুস ছালেক ঘরে থাকা এক লাখ টাকা বের করে দিয়ে রেহাই পায়। বিষয়টি মঙ্গলবার সকালে আব্দুস ছালেক সাতক্ষীরা সদর থানায় লিখিতভাবে জানায়। অভিযোগ পেয়ে পুলিশ চাঁদাবাজদের ধরতে তৎপর হয়ে ওঠে। এক পর্যায়ে এসআই সাইফুল অভিযান চালিয়ে শহরের মেহেদীবাগ এলাকা থেকে সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও করিম মাওলার ছেলে আলমগীর কবিরকে গ্রেফতার করে। পরে অভিযোগকারীরা তাদেরকে সনাক্ত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]