সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভরসা গ্রামে প্রতিবেশী কর্তৃক একটি পরিবারের সদস্যদের উপর অত্যাচার নির্যাতন ও মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভরসা গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে মোঃ জহুরুল সরদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রতিবেশী পাটকেলঘাটা থানার ভরসা গ্রামের বুদু সরদারের ছেলে আব্দুল বারী, খলিল, বেল্লাল ও রাজ্জাক এবং মৃত বাবুল সরদারের ছেলে আব্দুল আজিজ আমাদের দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের চেষ্টা করলে আমার পিতা বাদী হয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৪২৬/২০ নং-পিটিশন মামলা করেন। মামলায় আদালত আমাদের পক্ষে আদেশ দেয়। কিন্তু উল্লেখিত ব্যক্তিরা আদালতের সেই আদেশ অমান্য করে জোরপূর্বক আমাদের সম্পত্তি দখল চেষ্টা অব্যহত রেখেছে। শুধু তাই নয় তারা আমাদের পরিবারের সদস্যদেরকে হয়রানি করার জন্য ষড়যন্ত্র করে আমার বৃদ্ধ পিতা আব্দুল গফুর সরদারের নামে মিথ্যে ডাকাতি প্রচেষ্টার মামলা দিয়ে ২০২০ সালের ১৮ ডিসেম্বর গ্রেপ্তার করিয়ে কারাগারে পাঠায়। এখনো তিনি কারাগারে আটক আছেন।
জহুরুল সরদার অভিযোগ করে বলেন, মিথ্যে মামলায় পিতা আব্দুল গফুর সরদারকে কারাগারে পাঠানোর পর আব্দুল বারী গংরা আমাদের জমির সব গাছগাছালি চুরি কেটে নিয়ে গেছে। পুকুরের মাছ মেরে নিয়ে গেছে। এখন উল্লেখিত ব্যক্তিরা আমাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করছে। টাকা না দিলে আমাদের পাঁচ ভাইয়ের নামে পিতার মত একইভাবে মিথ্যে মামলা দিয়ে কারাগারে পাঠবে বলে হুমকি দিচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের প্রতিবেশী চাচা ও চাচাতো ভাই আব্দুল বারী গংরা অপর প্রতিবেশী রেজাউল, আশরাফ ও রফিকুলসহ অন্যদের দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যে স্বর্ণ চুরির অভিযোগ দিয়ে হয়রানি করছে। বারী গংদরে অত্যাচার, নির্যাতন ও হয়রানির শিকার হয়ে আমারা একরকম দিশেহারা হয়ে পড়েছি। পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহিনতায় ভুগছি।
তিনি পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানিয়ে প্রতিবেশী আব্দুল বারী গংদরে অত্যাচার, নির্যাতন ও হয়রানি থেকে রক্ষা পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]