সাতক্ষীরায় প্রয়াত আবলু খায়ের সরদার, মহাসিন হোসেন বাবলু ও আবু সায়ীদ’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে প্রয়াতদের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ আগস্ট) বিকালে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
দৃষ্টিপাত সম্পাদক নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, কাজী শওকত হোসেন ময়না, মোহাম্মদ আলী সুজন, পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, মো. কামরুজ্জামান রাসেল, শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, এস.এম আবুল কালাম আজাদ, মো.আশরাফ উদ্দিন, আশরাফুল করিম ধনি, এ্যাড. আজহারুল ইসলাম, রেবেকা সুলতানা, মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ।
সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সাতক্ষীরা আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, মোহাম্মদ আবু সায়ীদ ও সাংবাদিক মহাসিন হোসেন বাবলু মারা যান।
অনুষ্ঠানে করোনা আক্রান্ত জমাত আলী মেম্বর ও কাজী মনিরুজ্জামান মুকুল’র সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহবুবুল আলম।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মশিউর রহমান বাবু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]