সাতক্ষীরা জেলা ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ আট মাদক মামলার আসামি গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার বহেরা উত্তর পাড়ার নছিমুদ্দনের বাড়ির সামনের রাস্তায় ফেনসিডিল বিক্রি কারার সময় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন দেবহাটা উপজেলার বহেরা উত্তর পাড়ার মৃত আহম্মদ আলী মৃধার ছেলে হাসান মৃধা।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ ওসি মোঃ ইয়াছিন আলম চৌধুরী জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুনিরুল ইসলাম, এএসআই নাসির উদ্দিন,রাজু আহমেদকে সাথে নিয়ে দেবহাটার বহেরা থেকে হাসান মৃধা নামের এক মাদক ব্যবসায়ী কে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করি।
আটককৃতের নামে আটটি মাদক মামলা রয়েছে। সে বহুদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো। মাদকের মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]