সাতক্ষীরায় আগামী ২২ জানুয়ারি শনিবার বিকাল ২.৩০মিনিটে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু সাতক্ষীরা জেলা ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১-২২ এর উদ্বোধনী খেলা। সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ৩টি গ্রুপে জেলার মোট ১২টি ক্লাব অংশ নিচ্ছে।
“ক” গ্রুপে অংশ নিচ্ছে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব, গুড়পুকুর আদর্শ সংঘ, রসুলপুর ক্রীড়া সংস্থা ও পূর্বাচল ক্লাব। “খ” গ্রুপে অংশ নিচ্ছে কোমরপুর যুব সংঘ, ইয়াং সুলতানপুর ক্লাব, সেবা সংঘ, কুখরালী স্কাই স্পোর্টস এবং “গ” গ্রুপে অংশ নিচ্ছে ব্রাদাস ইউনিয়ন ক্লাব, পারুলিয়া যুবক সমিতি, ইয়াং স্পোটিং লাবসা ও গফ্ফার স্মৃতি সংসদ।
আগামী ২২ জানুয়ারি শনিবার বিকাল ২.৩০মিনিটে সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু সাতক্ষীরা জেলা ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১-২২ এর উদ্বোধনী খেলায় খেলবে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব বনাম গুড়পুকুর আদর্শ সংঘ।
সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু সাতক্ষীরা জেলা ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১-২২ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। খেলার ফিকচার নিন্মে দেওয়া হলো ঃ ২০২১-২২ এর ২২/০১/২২ তারিখ উদ্বোধনী খেলায় খেলবে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব বনাম গুড়পুকুর আদর্শ সংঘ। আগামী ২৩/০১/২০২২ তারিখ রবিবার দুপুর ১টায় খেলবে রসুলপুর ক্রীড়া সংস্থা বনাম পূর্বাচল ক্লাব ও বিকাল ৩টায় মুখো-মুখি হবে কোমরপুর যুব সংঘ বনাম ইয়াং সুলতানপুর ক্লাব, ২৪/০১/২২ তারিখ সোমবার দুপুর ১টায় মুখো-মুখি হবে সেবা সংঘ বনাম কুখরালী স্কাই স্পোর্টস ও বিকাল ৩টায় খেলবে ব্রাদাস ইউনিয়ন ক্লাব বনাম পারুলিয়া যুবক সমিতি, ২৫/০১/২০২২ তারিখ মঙ্গলবার দুপুর ১টায় খেলবে ইয়াং স্পোটিং লাবসা বনাম গফ্ফার স্মৃতি সংসদ ও বিকাল ৩টায় দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব বনাম পূর্বাচল ক্লাব, ২৬/০১/২০২২ তারিখ বুধবার দুপুর ১টায় খেলবে গুড়পুকুর আদর্শ সংঘ বনাম রসুলপুর ক্রীড়া সংস্থা ও বিকাল ৩টায় খেলবে কোমরপুর যুব সংঘ বনাম কুখরালী স্কাই স্পোর্টস, ২৭/০১/২০২২ তারিখ বৃহস্পতিবার দুপুর ১টায় খেলবে ইয়াং সুলতানপুর ক্লাব বনাম সেবা সংঘ ও বিকাল ৩টায় খেলবে ব্রাদাস ইউনিয়ন ক্লাব বনাম গফ্ফার স্মৃতি সংসদ, ২৮/০১/২০২২ তারিখ শুক্রবার বিকাল ৩টায় খেলবে পারুলিয়া যুবক সমিতি বনাম ইয়াং স্পোটিং লাবসা, ২৯/০১/২০২২ তারিখ শনিবার দুপুর ১টায় খেলবে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব বনাম রসুলপুর ক্রীড়া সংস্থা ও বিকাল ৩টায় খেলবে গুড়পুকুর আদর্শ সংঘ বনাম পূর্বাচল ক্লাব, ৩০/০১/২০২২ তারিখ রবিবার দুপুর ১টায় খেলবে কোমরপুর যুব সংঘ বনাম সেবা সংঘ ও বিকাল ৩টায় খেলবে ইয়াং সুলতানপুর ক্লাব বনাম কুখরালী স্কাই স্পোর্টস, ৩১/০১/২০২২ তারিখ সোমবার দুপুর ১টায় খেলবে ব্রাদাস ইউনিয়ন ক্লাব বনাম ইয়াং স্পোটিং লাবসা ও বিকাল ৩টায় খেলবে পারুলিয়া যুবক সমিতি বনাম গফ্ফার স্মৃতি সংসদ।
উল্লেখ্য যে, খেলা শুরু হওয়ার ১ ঘন্টা আগে দলগুলোকে রিপোর্ট করতে হবে। বিঃ দ্রঃ অনিবার্য কারণ বশত: খেলা বন্ধ হলে পরবর্তীতে অবশিষ্ট খেলা বডিলি শিফট হবে। উভয় গ্রুপের খেলা লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। খেলার অবশিষ্ট ফিকচার পরবর্তীতে জানানো হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]