জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর শহরের উত্তর পলাশপোলস্থ ‘বায়তুল ফালাহ্ জামে মসজিদ’ এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বায়তুল ফালাহ্ জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুস এর আমন্ত্রণে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ।
তিনি বলেন, বঙ্গমাতা মহিয়সী নারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল কাজে সর্ব সময়ে প্রেরণা যুগিয়েছেন তিনি। হাজার হাজার বছর বাংলার জনগন তাঁর জন্য দোয়া করবে।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন বাপ্পী, সাপ্তাহিক সূর্যের আলোর বার্তা সম্পাদক মুনসুর রহমান, আওয়ামী লীগ নেতা রেজাউল হক, শওকাত হোসেন, মিন্টু, মোবারক হোসেন, মাসুদ হোসেন, সাইফুল ইসলাম, শেখ ওলিউর রহমান, ফারুক হোসেন, পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৌরভ বসু, সাধারণ সম্পাদক লিটন মিজার্, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাওহিদ হাসান, সাতক্ষীরা সদর উপজেলা সন্তান কমান্ডের আহবায়ক ও পৌর তাঁতী লীগের সভাপতি মেহেদী আলী সুজয়, সাংবাদিক ইব্রাহিম, হোসেন আলী, টিটু প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বায়তুল ফালাহ্ জামে মসজিদের ইমাম হাফেজ মো: মহিবুল্লাহ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]