সাতক্ষীরায় বারি টমেটোর মতো লবনাক্ত জমিতে লেবু চাষাবাদে কৃষকদের সফলতা আসবে বলে জানালেন বিএআরআই’র পরিচালক ড. কামরুল হাসান।
উপকুলীয় লবনাক্ত এলাকায় বিএআরআই উদ্ভাবিত লেবু জাতীয় ফলের আধুনিক চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ সাতক্ষীরায় শুরু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট বিনেরপোতা প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিষ্ঠানের সাতক্ষীরা ইনচার্জ অলি আহমেদ ফকিরের
সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জেলার তিন উপজেলার ৬৫ জন কৃষক অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও প্রশিক্ষণ উদ্বোধন করেন বারি’র পরিচালক ড. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলার কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, বিনা’র সাতক্ষীরা ইনচার্জ ড. বাবুল আকতার।
অনুষ্ঠানের প্রধান অতিথি বারি’র পরিচালক ড. কামরুল হাসান বলেন, বারি’র বিজ্ঞানীদের উদ্ভাবিত ও সাতক্ষীরার কৃষকদের উৎপাদিত উচ্চফলনশীল
গ্রীষ্মকালীন টমেটো আজ সারাদেশে সাড়া ফেলেছে। বর্তমানে লেবু চাষের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই লেবু চাষাবাদ করে সাতক্ষীরার উপকূলের লবনাক্ত
এলাকার কৃষকদের অর্থনৈতিক পরিবর্তন আনবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]