সাতক্ষীরার রামেরডাঙ্গায় বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর বারি সরিষা ১৮ এবং তৈল ফসল ভিত্তিক শস্য বিন্যাসের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট সরেজমিন গবেষণা বিভাগ এই মাঠ দিবসের আয়োজন করে।
শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: আব্দুর রৌফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৈল বীজ গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসী বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব রবীন্দ্র শ্রী বড়–য়া, উপ-সচিব সুজয় চৌধুরী। অতিথি ছিলেন সাতক্ষীরা খামার বাড়ি’র উপ-পরিচালক নুরুল ইসলাম, বারি’র উপ-প্রকল্প পরিচালক ড. হারুনর রশিদ, সাতক্ষীরার স্টেশন কর্মকর্তা ড. আরিফুর রহমান, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউট সাতক্ষীরা উপ-কেন্দ্রের ড. বাবুল আক্তার, বারি খুলনা’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলাম ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান। সরিষা চাষ নিয়ে স্থানীয় সরিষা চাষে সম্পৃক্ত কৃষক কৃষাণীরা তাদের মতামত ব্যক্ত করেন।
অতিরিক্ত সচিব ড. মো: আব্দুর রৌফ বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কতৃক উদ্ভাবিত বারি সরিষা চাষাবাদে বাংলাদেশে বিদেশ নির্ভর তৈল আমদানী অনেকাংশে কমাবে। লাভ হবে কৃষক লাভবান হবে দেশ। দেশের কৃষকদের জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে চলেছে। যার বাস্তবায়ন করছে সরকারের কৃষি মন্ত্রণালয়। কৃষককে স্বাবলম্বী করতেই সরকারের যাবতীয় উদ্যোগ। প্রসঙ্গত বারি সরিষা সাতক্ষীরায় ১২ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে।
সচিববৃন্দ দিনভর সাতক্ষীরার কয়েকটি উপজেলায় বিভিন্ন কৃষি প্রকল্পগুলো পর্যবেক্ষণ করেন এবং তার যথার্থতা যাচাই বাছাই করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]