সাতক্ষীরায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ উপলক্ষে মাস ব্যাপি ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জ্যোতি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিমা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের, জ্যোতি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক আকবর আলী প্রমুখ।
বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ উপলক্ষে মাস ব্যাপি ভলিবল প্রশিক্ষণে ১৫ জন বালক ও ১৫জন বালিকা অংশ নিচ্ছে। ভলিবল প্রশিক্ষণের কোচ’র দায়িত্ব পালন করছেন জ্যোতি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক আকবর আলী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]