সাতক্ষীরার তালতলা হাইস্কুল মাঠে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশে লোডশেডিং ও জ্বালানীখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রোববার বিকেলে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক এ্যাড.সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন,ডা. শহিদুল আলম,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব,সদস্য সচিব আব্দুল আলিম প্রমুখ।
বক্তারা বলেন, সীমাহীন লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশে বিদ্যুৎ খাতে এক নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রিজার্ভ শুন্য হয়ে যাচ্ছে বিধায় গ্যাস আমদানি করতে পারছেনা সরকার। দ্রব্যমুল্যের উর্দ্ধগতির কারণে নাভিশ্বাস উঠেছে জনগণের। এ অবস্থা থেকে পরিত্রাণে সরকারকে হটাতে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানান বক্তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]