অর্ধকোটি টাকা মূল্যের ৫০৬ গ্রাম ওজনের চারটি স্বর্নের বারসহ এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা নামক স্থান থেকে এসব আটক করা হয়।
গ্রেপ্তার শামিমুল ইসলাম (৪০) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গ্যাড়াখালি সাজেদুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহম্মেদ জানান, গোপন খবরের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ১১টার তার নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনোরপোতা ব্রীজ এলাকা থেকে একটি ডিসকভার মোটর সাইকলেসহ শামিমুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কোমরে কাপড়ের প্যাকেটে লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সে ওই সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাচ্ছিল।
আটক স্বর্নের বারের ওজন ৫০৬ গ্রাম। পাশাপাশি এ সময় দুই লাখ টাকা মূল্যের ডিসকভার মোটর সাইকেলটি আটক করা হয়। এসবের মোট আনুমানিক মূল্য ৪৫ লাখ ৫১ হাজার ৬০০ টাকা।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, এ ঘটনায় হাবিলদার দেলোয়ার হোসেন বাদি হয়ে শামিমুল ইসলামের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। বিকেলে শামিমুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]