সাতক্ষীরায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারী) আলোচনা সভা, দোয়ানুষ্ঠান ও অন্যান্য আয়োজনে দিবসটি পালন করে স্ব স্ব সংগঠন ও প্রতিষ্ঠান।
সাতক্ষীরা জাতীয় মহিলা সংস্থা
জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের কার্যালয় চত্বরে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা শেখ মোকছেদ আলী, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী সদস্য রুমা রানী বরকন্দাজ, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ।
এসময় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
অমর একুশে ফেব্রুয়ারি ২০২২ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রভাত ফেরি, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জি.এম.জুলফিকার আব্দুল্লাহ, সিনিয়র সহকারী শিক্ষক আনিসুর রহমান, শিক্ষক আবু সাঈদ, মামুনুর রশীদ, ফাতেমা নাসরিন, মো. হাবিবুল্লাহ, মাও. আবুল খায়ের প্রমুখ।
এর আগে অমর ২১এর প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, সকালে প্রভাত ফেরি, বিদ্যালয়ের শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও র্যালি অনুষ্ঠিত হয়।
শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা ও চিত্রাংকন নিয়ে শেখ রাসেল দেয়ালিকা স্থাপন করা হয়।
ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল খায়ের।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক হেদায়েত উল্লাহ পলাশ।
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে প্রতিষ্ঠানের হল রুমে চীফ ইন্সট্রাক্টর ড. এম.এম নজমুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস সরদার।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর মাছুম বিল্লাহ, চীফ ইন্সট্রাক্টর কল্লোল রায়, চীফ ইন্সট্রাক্টর মমতাজ উদ্দিন চৌধুরী, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী আহসান কবীর, ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের বিভাগীয় প্রধান ছিদ্দিক আলী, এনভায়রনমেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর আরএসি বিভাগীয় প্রধান মো. এনামুল হাসান।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
দিবসটি উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রভাত ফেরি, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হল রুমে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস এঁর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, মো. সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, মো. আবুল হাসান, শেখ মোবাশশেরুর রহমান, শ্যামল কুমার দাশ প্রমুখ।
এর আগে অমর ২১এর প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, সকালে প্রভাত ফেরি, বিদ্যালয়ের শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা ও চিত্রাংকন নিয়ে শেখ রাসেল দেয়ালিকা স্থাপন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খান মকছুদর রহমান।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাজী মোমিন উদ্দিন।
সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়
দিবসটি উপলক্ষে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে প্রভাত ফেরি, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম, তৈয়েবুর রহমান, কবীর হোসেন ও দেবব্রত কুমার মন্ডল প্রমুখ।
এর আগে অমর ২১এর প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, সকালে প্রভাত ফেরি, বিদ্যালয়ের শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা ও চিত্রাংকন নিয়ে শেখ রাসেল দেয়ালিকা স্থাপন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আখতারুজ্জামান।
এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক নাজমুল লায়লা বিথী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]