মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন’র হলরুমে সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ্ উদ্দিন প্রমুখ।
সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ৩৪ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় সাতক্ষীরা জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]