ভূমির অধিকার আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড ভূমিহীন সমিতির মহিলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির মহিলা শাখার সভানেত্রী শাহিদা আক্তার ময়না এর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান, সাতক্ষীরা জেলা ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি আরমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম, পৌর ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব হোসেন।
পৌর ভূমিহীন সমিতির সভাপতি হোসেন মাহমুদ ক্যাপ্টেন এর সঞ্চালনায় জান্নাতুল, পলি, বিলকিস, নমেছা, লাকি প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ময়না খাতুন (পুতুল) কে আহবায়ক, মনিরা খাতুনকে যুগ্ম আহবায়ক ও বিলকিস খাতুনকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট পৌর ৯নং ওয়ার্ড ভূমিহীন সমিতির মহিলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।
সাতক্ষীরার ভূমিহীনদের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপর আলোচনার পাশাপাশি প্রয়াত ভূমিহীন নেত্রী জাহেদা খাতুন এর মৃত্যু বার্ষিকী পালনের সিদ্ধান্ত আলোচনায় গৃহীত হয়।
নেতৃবৃন্দ ভূমির অধিকার আদায়ে সকল ভূমিহীনদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির মহিলা শাখার সভানেত্রী শাহিদা আক্তার ময়না প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]