করোনা প্রতিরোধে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বিভন্ন মন্দির, মসজিদ, গীর্জায় ও জনসাধারণের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ও শনিবার বিকালে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সুজন বিশ্বাস, উত্তম বিশ্বাস, বিশ্বজিৎ, মিলন, অভি, সেফ দ্য ফিউচার ফাউন্ডেশন এর পৌর শাখার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, ‘করোনা প্রতিরোধে সচেতনার বিকল্প নেই। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়া। নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ ঘন ঘন দুই হাতে সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড যাবত পরিস্কার করা। হাঁচি, কাশির সময়ে টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ময়লার পাত্রে ফেলুন ও হাত পরিস্কার করুন। রান্নার আগে খাবার ভালো করে ধুয়ে নিন এবং সিদ্ধ করুন। ময়লা কাপড় বেশিদিন জমিয়ে রাখবেন না। দ্রুত ধুয়ে ফেলুন।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]