নব-নির্মিত সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স উদ্বোধনের অপেক্ষায় আছে।
সাতক্ষীরা সিটি কলেজের শহিদ মিনারের পাশে দ্রুত গতিতে নব-নির্মিত সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স’র নির্মাণ এগিয়ে চলেছে।
মঙ্গলবার (২৯ জুন) সরেজমিনে গিয়ে দেখা য়ায়, নির্মাণ কাজ শেষের দিকে।
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঐকান্তিক প্রচেষ্টায় কমপ্লেক্সটি নির্মিত হচ্ছে।
খুব শীঘ্রই ভবনটি উদ্বোধন করা হতে পারে।
সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম জানান, ‘উপজেলামুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে ২ কোটি ৯৪ লক্ষ ১শ’৯৯ টাকা ব্যয়ে ৫ তলা ভিত বিশিষ্ট ৩ তলা ভবন নির্মাণ কাজ শেষ পর্যায়ে। সাতক্ষীরা সদর উপজেলা
মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স খুব শীঘ্রই উদ্বোধন করা হবে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]