সাতক্ষীরায় মেডিসিন ব্যাংক স্থাপন করলো হিউম্যানিটি ফার্স্ট।
অন্যের দেওয়া টাকা কিংবা ঔষধে চিকিৎসা পাবে দুস্থ রোগীরা, এমনই ভাবনার বাস্তব রুপ দিলো মানবিক সংগঠন ‘হিউম্যানিটি ফার্স্ট’।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট সংলগ্ন সাতক্ষীরা মেডিসিন শপে স্থাপন করা হয় ব্যতিক্রমী মেডিসিন ব্যাংক।
নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সাধারণ সম্পাদক ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম ঔষধ দিয়ে মেডিসিন ব্যাংকটির উদ্বোধন করেন।
হিউম্যানিটি ফার্স্টের পরিচালক প্রভাষক ইদ্রিস আলী বলেন, ফার্মেসি থেকে ঔষধ কেনার সময় এখানে আপনি প্রয়োজনীয় কিছু ঔষধ রেখে যেতে পারেন। অথবা আপনার বাসায় পড়ে থাকা অব্যবহৃত মেয়াদ থাকা ঔষধ এই মেডিসিন ব্যাংকে রাখতে পারেন। অথবা আপনি হয়তো ১০০০ টাকার ঔষধ কিনছেন। অন্তত ১০ টা টাকা আমাদের মেডিসিন ব্যাংকে রাখতে পারেন। আপনার রাখা ঔষধ অথবা টাকা দিয়ে ঔষধ কিনতে পারেনা এমন ব্যক্তিদের ঔষধ কিনে দেওয়া হবে। পর্যায়ক্রমে পুরো শহরে এই মেডিসিন ব্যাংক স্থাপন করার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিসিন শপের পরিচালক মোস্তফা মনোয়ার মিল্টন, হিউম্যানিটি ফার্স্টের সেচ্ছাসেবক শাহিন বিল্লাহ, মাসুদ রেজা, আছাউর রহামন, মাহদী হাসান, শেখ শাকিল হোসেন, মঙ্গল মন্ডল, আরাফাত রহমান প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]