সাতক্ষীরায় বাংলাদেশ যাত্রা ফেডারেশনকে বির্তকিত করতে এবং নিজের অপকর্ম ঢাকতে ষড়যন্ত্রকারী ও ফেডারেশনের সভাপতি ইছাক আলী সানা কর্তৃক সংবাদ সম্মেলনে দেয়া মিথ্যে বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন যাত্রাশিল্পী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক পাল্টা সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান আশাশুনি উপজেলার মহাজনপুর গ্রামের মৃত সন্তোষ কুমার দেবনাথের ছেলে যাত্রাশিল্পী দুলাল চন্দ্র দেবনাথ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ১৯৮০ সাল থেকে যাত্রাশিল্পী হিসাবে সুনামের সাথে কাজ করে যাচ্ছি এবং গত ৩ বছর ধরে যাত্রা ফেডারেশন সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। সভাপতি ইছাক আলী সানা তার বাড়ির পার্শ্ববর্তী এলাকা ব্রহ্মরাজপুর বাজারে অফিস স্থাপান করেন। সংগঠনের সদস্য, আমার ও সাংগঠনিক সম্পাদক এস এম এ সালামের অর্থে অফিসের সরঞ্জাম ক্রয় করা হয়েছিল। পরবর্তীতে কিছু জনপ্রতিনিধিরাও আমাদের সহযোগিতা করেছিল। কিন্তু সংগঠনের সভাপতি ইছাক আলী সানা গোপনে অফিসের সকল আসবাবপত্র ও গুরুত্বপূর্ন মালামাল অন্যত্র বিক্রি করে দেন। এছাড়া স¤প্রতি বিভিন্ন ব্যক্তিদের শিল্পী হিসাবে প্রত্যায়ন দিয়ে তিনি হাজার হাজার টাকা আত্মসাৎ করেছেন। সেকারনে করোনা পরিস্থিতির প্রথম ধাপে বিভিন্ন ব্যক্তিরা শিল্পীদের আর্থিক সহযোগিতা করলেও প্রকৃত দুঃস্থ শিল্পীরা সেই সহযোগিতা থেকে বঞ্চিত হন।
দুলাল চন্দ্র দেবনাথ অভিযোগ করে বলেন, সভাপতি ইছাক আলী সানা’র এসব অনিয়মের বিষয় আমরা জানতে পেরে এবং উক্ত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তার কাছে সম্মেলনের অনুমোদন চাইলে তাৎক্ষনিক অনুমোদনের জন্য তিনি দাওয়াত পত্রে স্বাক্ষর করেন। সাতক্ষীরা যাত্রা ফেডারেশন ও শিল্পীদের সম্মান রক্ষার্থে করোনা পরিস্থিতির মধ্যে হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়েছে। কিন্তু পরবর্তীতে একটি কুচক্রি মহলের পরামর্শে তিনি বুঝতে পারেন যে, সম্মেলন হলে থলের বিড়াল বেরিয়ে যেতে পারে। সেকারনে তিনি কৌশলে করোনাকালের অযুহাতে সম্মেলন বন্ধের চক্রান্ত শুরু করেন। এই চক্রান্তের অংশ হিসাবে ইছাক আলী একটি ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেছেন। আমি সংবাদ সম্মেলনে তার দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, সংগঠনের সভাপতি ইছাক আলী প্রকৃত শিল্পীদের বাদ দিয়ে কিছু অশিল্পীদের শিল্পী হিসাবে স্বীকৃতি দিয়ে ওইসব বিতর্কিত ব্যক্তিদের সহযোগিতায় জেলা যাত্রাশিল্পীদের সম্মেলন বন্ধের চক্রান্ত চালাচ্ছেন। আদি যাত্রাশিল্পীরা যাতে ১২ ডিসেম্বর সাতক্ষীরা যাত্রা ফেডারেশনের সম্মেলন করতে পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যাত্রা ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী, কেন্দ্রীয় সহ সভাপতি অজয় কুমার সরকার, সাতক্ষীরা জেলা শাখার সংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম সানা, সাং®কৃতিক সম্পাদক স্বপন কুমার মন্ডল, সদস্য শুকুর আলী, ভগবতী হাজারী, ঝর্ণা বেগম প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]