সাতক্ষীরায় বাংলাদেশ যাত্রা ফেডারেশন’র ত্রি-বার্ষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু।
সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহিদুল ইসলামের পরিচালনায় যাত্রা ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।
কমিটির সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক ও সাধারন সম্পাদক দুলাল চন্দ্র দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এম এ সালামসহ শ্যাম কান্তি মন্ডল, এম এ হামিদ, ফারুক হোসেন গাজী, স্বপন কুমার মন্ডল প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]