সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং খুলনা-২২১৭) এর এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় শহরের পাকাপুল মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মো: ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি জুম্মান আলী সরদার।
তিনি বলেন, দেশের রং কোম্পানীগুলোর মধ্যে এলিট পেইন্ট, বার্জার পেইন্টস, নিপ্পন পেইন্ট ও এশিয়ান পেইন্টস অন্যতম। ওই কোম্পানীগুলো রং দিনের পর দিন জেলার অধিকাংশ ঘর মালিকরা লাখো লাখো টাকা দিয়ে ক্রয় করেন। সেই রং দিয়ে অর্ধ শতাধিক সাব-কন্ট্রাকট্রারের অধীনে কাজ করেন সদর উপজেলার প্রায় ৪ শতাধিক রং মিস্ত্রী। ওই সাব-কন্ট্রাকট্রার ও মিস্ত্রীদের মধ্যে অধিকাংশই আমাদের কাছে দীর্ঘদিন অভিযোগ করছে, ‘গত ৩ মাসে ১৮ লিটারের এলিট পেইন্ট, বার্জার পেইন্টস, নিপ্পন পেইন্ট ও এশিয়ান পেইন্টস এর দাম ড্রাম প্রতি ৩০০ থেকে ১০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ওই রংগুলো ঘর মালিকদের ওয়ালে যখন মিস্ত্রীরা করছে তার কিছুদিনের মধ্যে রং ডিস্ ক্যালার হয়ে যাচ্ছে। তাদের সেই অভিযোগের প্রেক্ষিতে আজকের সভায় আমরা ওই ৪ কোম্পানীর রং বর্জন ঘোষণা করলাম।
ঘর মালিকদের ওই ৪ টি কোম্পানীর রং কেনা থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।
আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবুল হোসেন, কোষাধ্যক্ষ বাবুল আক্তার হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
এসময় সাব-কন্ট্রাকট্রার আঃ আলিম, আতিয়ার রহমান, জহুরুল ইসলাম, আনারুল ইসলাম, মিজানুর রহমান, রং মিস্ত্রী শামীম, মফিজুল ইসলাম, নাজমুল, আসাদুল, আশীষ, জুলফিকার ও ফারুক হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]