বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে হত্যা চেষ্টার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শহরের মিনি মার্কেটস্থ ওয়ার্কার্স পার্টির কার্যালয় সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক সাবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, স্বপন কুমার শীল, অধ্যক্ষ শিবপদ গাইন,মফিজুল হক জাহাঙ্গীর, সাদেকুর রহমান, নির্মল সরকার, প্রভাষক হিরন্ময় মন্ডল, অধ্যাপক আবুল খায়ের,অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক বিশ্বনাথ কয়াল,পলাশ দাশ প্রমূখ।
মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, ১৯৯২ সালে একটি জনসভায় রাশেদ খান মেননকে হত্যার উদ্দেশ্যে নগ্ন হামলা চালিয়েছিল সাম্প্রদায়িক মৌলবাদীরা। কিন্তু তার সুষ্ঠু বিচার হয়নি এখনো। অবিলম্বে ওই নগ্ন হামলার বিচার দাবি করে একই সাথে তিনি দেশ থেকে সন্ত্রাস নির্মূল ও বিচার বহির্ভূত হত্যা বন্ধের দাবি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]