সাতক্ষীরায় লকডাউনের সপ্তম দিনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মঙ্গলবার সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে সরাকারী স্বাস্থ্য বিধি না মেনে চলাচলরত ইজিবাইক, রিকশা, ভ্যাানসহ বিভিন্ন যানবাহন আটক করা হচ্ছে।
তবে, শহরে জনসমাগম অন্যান্য দিনের তুলনায় বেশী লক্ষ্য করা গেছে।
এছাড়া শহরের সুলতানপুর বড়বাজার, পুরাতন সাতক্ষীরা কাঁচা বাজার, টাউনবাজারসহ বিভিন্ন বাজার গুলোতে মানুষ সামাজিক দূরত্ব না মেনে কেনা কাটা করছেন।
এদিকে, লকডাউনের মধ্যে দোকানপাট খোলারাখা, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরার ১৩ টি মোবাইল কোর্টের অভিযানে ৫৪টি মামলায় ৫৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান এনডিসি মোঃ আজাহার আলী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]