সীমান্ত জেলা সাতক্ষীরায় চলছে বিশেষ লকডাউন। জেলা প্রশাসনের সভায় তৃতীয় দফা লকডাউন বাড়ানো হয়েছে ২৪ জুন বৃহস্পতিবার পর্যন্ত।
পুলিশের বাধা, ভ্রাম্যমান আদালতকে এড়িয়ে এবং বিভিন্ন উছিলায় সড়কে চলাচল করতে দেখা গেছে সব ধরনের মানুষের।
৩য় দফা লকডাউনের প্রথম দিনে শুক্রবার সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে গিয়ে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ করা গেছে, মনে হচ্ছে বাজার করার প্রতিযোগীতা হচ্ছে। সেখানে হেটে যাওয়ারও কোন সুযোগ নেই। তার ভিতর আবার নারী-পুরুষের পাশাপাশি অনেকের কোলে শিশুদেরও দেখা যায়। এরা আবার অনেকে মাস্ক না পরেই সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক নিয়ে বাজার করছে। মাছের বাজার এবং কাচা বাজার এক যায়গায় হওয়ায় মারাত্মক সিরিয়াস অবস্থা।
সচেতন মহল তাই উদ্বেগ প্রকাশ করে বলেছেন এই যদি হয় বিশেষ লক ডাউনের চিত্র তাহলে লকডাউন না থাকলে কি হবে, অনেকে জেলা প্রশাসন এবং জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন মানুষ কথা শুনতে চায়না নিজের ভাল নিজেও বুঝতে চায়না, আবার আইনও মানেনা। ওদেরকে আইনের আওতায় আনাসহ বড় বাজারটিকে খোলা যায়গায় যেমন সাতক্ষীরা স্টেডিয়াম অথবা পিটিআই মাঠে স্থানান্তরের সুপারিশ করেছেন।
জেলায় বাস মিনিবাসসহ দুরপাল্লার বাস বন্ধ থাকলেও প্রশাসনিক নিষেধাজ্ঞা এবং বাধা উপেক্ষা করে ছোট ছোট সকল ধরনের যানবহন চলাচল করতে দেখা যায় প্রতিনিয়ত।
সাতক্ষীরায় শুক্রবার কত জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং কতজন সংক্রমিত হয়েছে প্রশ্নে সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত বলেন শুক্রবার ল্যাব বন্ধ থাকায় কোন নমুনা পরিক্ষা করা হয়না।-ভয়েস অব সাতক্ষীরা
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]