নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনলোজি খুলনার উদোগে সাতক্ষীরা জেলার ৫০ এর অধিক কলেজর শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি ২০২১) সকালে সাতক্ষীরা ব্যাটমিন্টন ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. শাহ আলম। তিনি বলেন, উচ্চ শিক্ষা বিস্তারে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনলোজি খুলনা অগ্রণি ভুমিকা পালনের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কম টাকায় উচ্চ শিক্ষার ব্যবস্থা করছে।
সরকারি কে বি কলেজের প্রাক্তন অধ্যক্ষ পবিত্র মোহন দাশের সভাপতিত্বে সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ এস এম মাহবুবর রহমান, অধ্যক্ষ শিকদার আবুল কালাম, অধ্যক্ষ ভারতেশ্বরী, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক সুতপা রাহা, অধ্যাপক তাসমিয়া সুলতানা প্রমূখ।
এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেট্রিক এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: রবিউল ইসলাম, এনইউবিটি খুলনার সহকারী পরিচালক মাহমুদ হাসান, লোকাল কো-অডিনেটর মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরার যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আরশাদ আলী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]