“শিক্ষক দিবস-২০২২” উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমানউল্লাহ আল হাদী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পারিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, অধ্যক্ষ (অবঃ) প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিক্ষক নেত্রী নাসরিন খান লিপি, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, শিক্ষক নেতা আলতাফ হুসাইন, আবু তৈয়ব মোঃ শামসুজ্জামান, প্রমুখ।
র্যালিতে নির্ধারিত ডিজাইনের ব্যানারসহ অংশগ্রহণ করেন সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, কনক চন্দ্র ঘোষসহ প্রমুখ।
এরপর ১০:৩০টায় শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় মিলিত হন শিক্ষকরা। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানে ফিরে একটি ফলজ, একটি বনজ ও একটি ভেষজ গাছের চারা রোপন করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় 'শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু'।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]