শ্রমিক আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) রাতে স্ট্রেডিয়াম ব্রিজ সংলগ্ন এস এম মটরস্ এর শো-রুমে সংগঠনের সভাপতি ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়ক নিত্যনন্দ সরকার, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, বঙ্গবন্ধু সৈনিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মাহমুদ আলী সমুন, জেলা শ্রমিক ফেডারেশনের সাংগঠিক সম্পাদক মকবুল হোসেন, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মুনসুর রহমান, শ্রমিক আন্দোলন সাতক্ষীরার নেতা জুম্মান আলী সরদার, আসাদুর রহমান, আব্দুস সালাম বাচ্চু, নির্মল কুমার দাশ, শামীম হোসেন বাবু, ইমরান হোসেন, রেজাউল ইসলাম, মুনিরুজ্জামান মনি, রেজাউল হক প্রমুখ।
বক্তারা বলেন, সরকার লকডাউন ঘোষণা করেছে। সেই লকডাউনের সমার্থনও করি। কিন্তু দিন আনা দিন খাওয়া শ্রমিক আমরা। আমাদের এক বেলা মজুর না দিলে স্ত্রী-সন্তাদের মুখে দু’ঠো খাবার তুলে দিতে পারি না। সরকার পূর্বের বছরের ন্যায় এবারও লকডাউনের মধ্যে শ্রমিকদের খাদ্য সামগ্রী দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিনিধিদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। শ্রমিকদের যেন সেই তালিকায় নাম রাখা হয় তার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]