সাতক্ষীরায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৬তম শুভ আবির্ভাব তিথি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত আটটায় সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে এ উপলক্ষ্যে কাটিয়া সার্বজনীন পূজা মন্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পূজা অর্চনা শেষে নাম সংকীর্তন, ভজন কীতর্ন, মঙ্গল আরতী, ভাগবত পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কীর্ত্তণ পরিবেশন করেন শংকর কীর্ত্তনীয়া দল। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর চন্দ্র দত্ত।
আলোচনা করেন সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির উপদেষ্টা দীনবন্ধু মিত্র, মঙ্গল চন্দ্র পাল, সহ-সভাপতি শংকর কুমার রায়, সাধারণ সম্পাদক কিরন্ময় সরকার, সেবায়েত কালিদাস দত্ত, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন কর্মকার, কোষাধ্যক্ষ চন্দ্রকান্ত কর্মকার, সদস্য প্রশান্ত বিশ্বাস, পুতুল চন্দ্র, সমীর বসু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]