সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া নামক স্থানে মাটি বহনকারী ট্রলি ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে এক সাংবাদিক নিহত হয়েছেন।
নিহত সাংবাদিকের নাম ইসমাইল হোসেন ওরফে ফিরোজ জোয়ার্দার। তিনি কলারোয়া উপজেলার গদখালি গ্রামের আক্তার হোসেন ভোলা ও হাফিজা বেগমের ছেলে। ফিরোজ জোয়ার্দার অনলাইন নিউজ পোর্টাল AB 71, বঙ্গভূমি ও আজকের সাতক্ষীরা পত্রিকায় কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া তিনি কলারোয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ছিলেন।
ব্যক্তি জীবনে বয়স ৩৫ পেরুলেও অবিবাহিত ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে সাতক্ষীরা-যশোর মহাসড়কে ইট ভাটার মাটি বহনকারী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেল আরোহী সাংবাদিক ফিরোজ জোয়ার্দার গুরুতর আহত হন। স্থানীয়রা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত জোয়ার্দারের ভাতিজি সোয়ানা অসুস্থ্য হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি থাকায় শুক্রবার ভাতিজীর জন্য খাবার পৌছে দিয়ে আগত জুম্মার নামাজের তাগিদে দ্রুত নিজ বাড়ি কলারোয়াতে ফিরছিলেন।
সাতক্ষীরা সদর থানার সহকারি পুলিশ পরিদর্শক মেহেদি হাসান জানান, ঘটনাস্থল থেকে মাটি বহনকারী ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ট্রাক্টরের চালককে আটক করতে পুলিশের একটি দল কাজ করছে।
সাতক্ষীরা সদর হাসপাতাল হতে মরদেহ নিয়ে কলারোয়ার গদখালি পৌছালে সেখানে মানুষের ঢল নেমে আসে লাশ এক নজর দেখার জন্য। সেই সময়ে তার বাবা-মা সহ নিকট আত্মীয়ের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।
নিহতের চাচা কলারোয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আরাফাত হোসেন জানান, শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে মরহুমের জানাযার নামাজা অনুষ্ঠিত হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]