সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী গ্রামে সুমন কুমার সাধু (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সুমন কুমার সাধু আগরদাড়ী গ্রামের সনদ সাধুর পুত্র।
নিহত সুমন কুমার সাধুর পরিবার জানান, আবাদেরহাটের পুকুরের উত্তর পাশে সুমন কুমার সাধু একা ভাড়া বাসায় থাকতেন।
একপর্যায় শুক্রবার ভোর সকালে ওই ভাড়া বাড়িতে নিহতের পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে দরজা বন্ধ পাওয়া যায়। তখন স্থানীয় লোকজনের ডেকে ওই বড়ির দরজা ভেঙ্গে ফেলে। এসময় ঘরের আড়ার সিলিং ফ্যানের সাথে গলায় রশি দেওয়া অবস্থায় সুমন কুমার সাধুর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে সাতক্ষীরা সদর থানার পুলিশ খবর দেয়।
ঘটনাস্থলে পুলিশ এসে বাসাভাড়া বাড়ি ঘর থেকে সুমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সদর থানার এসআই স্বপন জানান খবর পেয়ে আগরদাড়িতে একটি বাসাভাড়া বাড়ি থেকে সুমন কুমার সাধু (৩০) নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতালে ময়না তদন্তর জন্য মর্গে মরদেহটি পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]