সাতক্ষীরা সদর উপজেলায় সমতা প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সমতা প্রজেক্ট-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে জেলা ও উপজেলা পর্যাযের এ প্রকল্পের সাথে জড়িত সরকারী ও বেসরকারী চেইঞ্জ এজেন্ট ও উপকারভোগি-দের সাথে এক শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।
উক্ত কর্মশালায় প্রজেক্টের জেলা সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, নুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি শৈলাজানন্দ রায়।
এছাড়া বিভিন্ন এনজিও, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা, সিভিএ, স্ব-সংগঠন, সিবিও, নারী দলের, সাংবাদিক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ডিআরআরএ প্রতিনিধি সহ প্রায় ৬৫ জন উপস্থিত ছিলেন। সমতা প্রজেক্ট এর অর্জন, শিখন ও অভিজ্ঞতা প্যানেল আলোচনা শেষে একটি সুপারিশমালা তুলে ধরা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]