সাতক্ষীরা জেলার সবচেয়ে কম বয়সী ও তৃতীয় নারী ইউপি চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন কালিগঞ্জের সাফিয়া পারভীন।
জানা গেছে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউপিতে তৃতীয় ধাপে গত বছরের ২৮ নভেম্বর নির্বাচনে ২৭ বছর বয়সী এই তরুণী জয়লাভ করেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে তাকে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবীর শপথ বাক্য পাঠ করান।
এই পরিবার টানা এক যুগের বেশি সময় জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ইউনিয়নটি পরিচালনা করতে যাচ্ছেন।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের পিতা কেএম মোশাররফ হোসেন ২০০৩ সাল হতে ২০১১ সাল পর্যন্ত মোট ৯ বছর ও পরে দ্বিতীয় মেয়াদে ২০১৬ সাল হতে ২০১৮ সালে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব থাকাকালীন ৮ সেপ্টেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
পরবর্তীতে ইউনিয়নটিতে উপনির্বাচনে জেলার দ্বিতীয় নারী চেয়ারম্যান হিসাবে সাফিয়া পারভীনের মাতা আকলিমা খাতুন লাকি ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারী নির্বাচিত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করেন। তাদের জৈষ্ঠ কন্যা সাফিয়া পারভীন ২০২১ সালের সর্বশেষ নির্বাচনে সর্ব কনিষ্ঠ ও জেলার তৃতীয় নারী চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন।
পিতা-মাতার পর তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় তিনি জানান, 'আমার পিতার জনপ্রিয়তায় ও ভালবাসায় এবং মহান আল্লাহর রহমতের কারণে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি জনগণের সেই ভালবাসা রক্ষা করে সাধারণ মানুষের পাশে থাকতে পারি এবং সকল ভেদাভেদ ভুলে ইউনিয়নটি মডেল ইউনিয়ন গড়তে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।'
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন শপথ পাঠ করেন। তবে ওই ইউনিয়নের পরাজিত ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী জিএম রবিউল্যাহ বাহার নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে রিট করায় হাইকোর্টের স্থগিত আদেশের প্রেক্ষিতে ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ গ্রহণ করতে পারেননি এবং অন্যটি নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পবিত্র ওমরা হজ্ব ব্রত পালন করতে যাওয়ায় তিনিও শপথ নিতে পারেন নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]