দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় টিকাদান কেন্দ্রে এক স্বাস্থ্যকর্মীর সাথে অসৌজন্যমূলক আচরণ ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, সাংবাদিক ইয়ারব হোসেন মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে যান। সেখানে একটি ভায়াল থেকে একাধিক ব্যক্তিকে টিকাদানের অভিযোগ তোলেন সাংবাদিক ইায়ারব হোসেন। ওই টিকাদান কেন্দ্রে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলাম তাকে জানান, একটি ভায়াল থেকে একাধিক ব্যক্তিকে দেয়ার সুযোগ আছে। ওইসব কথা কাটাকাটির এক পর্যায়ে স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলামের সাথে তার বচসার ঘটনা ঘটে। উভয় কিছুটা ও কমবেশি উত্তেজিত ও অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। সেসময় স্বাস্থ্যকর্মীকে চড় মারেন সাংবাদিক। এ ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলাম সাংবাদিক ইয়ারব হোসেনের নামে সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগ তুলে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। পরে বেলা আড়াইটার দিকে পুলিশ ইয়ারব হোসেনকে তার তুজুলপুরস্থ বাসভবন থেকে গ্রেফতার করে।
সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে ইয়ারব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, সাংবাদিক আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবসহ কয়েকটি সাংবাদিক সংগঠন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]