সাতক্ষীরায় শিশু কিশোর আইনজীবী নিকাহ কাজী সাংবাদিক জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার ব্যাক্তিত্বদের “সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা নিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিটি কলেজ সংলগ্ন একটি বেসরকারি মিলনায়তনে সোমবার বেলা ১১টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাল্যবিবাহ প্রতিরোধে প্রযোজ্য বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডাররা কর্মশালায় গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
ব্র্যাকের খুলনা বিভাগের জোনাল ম্যানেজার প্রশান্ত কুমার দে কর্মশালায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম শফিউল আযম, চ্যানেল টোয়েন্টি ফোরের সাতক্ষীরা রিপোর্টার আমিনা বিলকিস ময়না, এনজিও সংগঠক মাধব দত্ত, ইউনিসেফের রিপোর্টার অব দ্যা ইয়ার হ্যালো’র শিশু প্রতিনিধি অগ্রঃ (বিসর্গ), ইউপি সদস্য ফেরদৌসী ইসলাম মিষ্টি প্রমুখ।
দিনব্যাপী কর্মশালা থেকে সাতক্ষীরা বাল্য বিয়ের চলমান হার উদ্বেগ জনক ভাবে বৃদ্ধি পাওয়ায় তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে নানা উপায় বের করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]