সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট, ২০২২ রবিবার শহরের কাটিয়া আমতলাস্থ মানবাধিকার সংগঠন স্বদেশ’র প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভানেত্রী শাহানারা সভাপতিত্বে বক্তব্য রাখেন করেন স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। অনলাইনে সভায় যুক্ত হন একশনএইড বাংলাদেশ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার নুরুন নাহার। প্রোগ্রাম অফিসার ফারুক রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপপতি নাজমা খাতুন, সাধারণ সম্পাদক সফুরা খাতুন, কোষাধ্যক্ষ সাদেকুর রহমান, সদস্য নাছিমা খাতুন, নুর নাহার, কাছেদ আলী, গঙ্গা দাসী, অহেদ আলী প্রমুখ।
নির্বাহী কমিটির সভায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরা’র সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় নেটওয়ার্কের সদস্যরা আলোচনায় সিদ্ধান্ত নেন ঘূর্ণায়মান তহবিলের যথাযথ ব্যবহার, প্রত্যেক সদস্যের ব্যাংক হিসাব পরিচালনা, ট্রেড লাইসেন্স গ্রহণ, অনাদায়কৃত ঋণের টাকা আদায়, নেটওয়ার্কের ব্যাংক হিসাব খোলা, নিবন্ধন গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]