করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গণসচেতনতা সৃষ্টিতে সাতক্ষীরায় দিনভর প্রচারণা চালিয়েছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন।
সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পথচারীদের স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহারে উদ্ধুদ্ধ করেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সাতক্ষীরা শাখার স্বেচ্ছাসেবকরা।
এসময় সংগঠনটির সাতক্ষীরা শাখার সদস্য সচিব মোঃ মুনতাসির রহমানের নেতৃত্বে শহরের নিউমার্কেট ও খুলনা রোড মোড়ে পথচারীদের মাঝে পাঁচ’শ সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। বিতরণকালে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা সমন্বয়ক সিমান্ত বিশ্বাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক এনামুল হাসান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হৃদয় মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, সাতক্ষীরার স্বেচ্ছাসেবকরা করোনা পরিস্থিতির শুরু থেকেই সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]