সাতক্ষীরায় স্বামী জাকির হোসেনকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী মেহেরুননেসাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এই রায় দেন।
সাজাপ্রাপ্ত মেহেরুননেসা জেলার আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের নিহত জাকির হোসেনের স্ত্রী। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
সাতক্ষীরা আদালতের পিপি অ্যাড. আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩ অক্টোবর মেহেরুননেসা তার স্বামী জাকির হোসেনকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আশাশুনি থানা পুলিশ মেহেরুননেসাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে চার্জশীট দেয়। এ মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]