সরকারের অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির মানুষকে কর্মক্ষম করে গড়ে তুলে মূল স্রোতে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবাহিত হচ্ছে।
এরই অংশ হিসেবে ৩০ জন হিজড়া জনগোষ্ঠীর সদস্যকে ১২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ২৬ অক্টোবর ২০২২ বুধবার শহরের ম্যানগ্রোভ সভাঘরে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন।
স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ'র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান। অন্যানের মধ্যে রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত, লাইট হাউস ডিআইজির ম্যানেজার সনজু মিয়া,
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লো তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবর রহমান, লাইট হাউস ডিআইজির ম্যানেজার সনজু মিয়া।
ম্যানগ্রোভ সভাঘরের পরিচালক স ম তুহিন, সমাজসেবা অধিদপ্তরের উচ্চমান সহকারী আবদুল আলিম, শিক্ষক বিউটিশিয়ান মোছলেমা খাতুন মুন্নি ও নকশীকাঁথা প্রশিক্ষক আলেয়া খাতুন মিলি। প্রশিক্ষণ গ্রহণকারী হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনা ও সাগরিকা।
বিউটিশিয়ান ও নকশিকাঁথা প্রশিক্ষণ গ্রহণকারী হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করছেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]