নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নীল কাগজ যে কোর্ট নিবে না সেই সকল কোর্ট বৃহস্পতিবার থেকে আইনজীবীদের কলম বিরতি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সমিতি।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তের আলোকে বুধবার বেলা ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা সমিতির সভাপতি এ্যাডঃ এম,শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি এ্যাডঃ আবুবকর সিদ্দিকের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ এমদাদুল ইসলাম, সাবেক সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুল মজিদ, সাবেক সভাপতি এ্যাডঃ রবিউল ইসলাম খান, এ্যাডঃ মোঃ শহিদুল্লাহ (২), এ্যাডঃ মোঃ লুৎফর রহমান, এ্যাডঃ শফিকুল ইসলাম খোকন, সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম, এ্যাডঃ আজাদ হোসেন বেলাল, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ ইউনুস আলী, এ্যাডঃ প্রনব কুমার, এ্যাডঃ মোস্তফা নুরুল আলম, আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এ্যাডঃ আলহাজ্ব মোঃ নুরুল আমিন, কোষাধ্যক্ষ এ্যাডঃ সিরাজুল ইসলাম (৫), মহিলা সম্পাদিকা এ্যাডঃ সুলতানা পারভীন শিখা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এ্যাডঃ মোঃ শাহেদুজ্জামান শাহেদ, লাইব্রেরী সম্পাদক এ্যাডঃ আ,ক,ম,শামসুদ্দোহা খোকন, নির্বাচিত সদস্য এ্যাডঃ আসাদুর রহমান বাবু, এ্যাডঃ সুনীল কুমার, এ্যাডঃ সাইদুজ্জামান জিকু প্রমুখ।
সভাপতি এ্যাডঃ এম,শাহ আলম বলেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সঞ্চয় তহবিল এবং কল্যান তহবিল বৃদ্ধি করা আমার প্রথম এবং প্রধান কাজ। তিনি বলেন একজন সরকারী পিয়ন চাকরী শেষে পেনশনে গেলে বিশ লক্ষ টাকা পায় আর একজন আইনজীবী ৪০ বৎসর প্রাকটিস করে প্রায় ৮ লক্ষ টাকা পায়, এটা দুঃখজনক।
তিনি আরো বলেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি সাতক্ষীরার সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে সাতক্ষীরা জেলা প্রশাসকের অধীনস্থ রাজস্ব কোর্ট, সার্টিফিকেট কোর্ট, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কোর্ট এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কোর্টে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্দিষ্ট নীল পেপারে সকল কার্যক্রম চলবে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ছাপানো নীল কাগজ যে সকল কোর্ট গ্রহণ করবে না সেসকল কোর্টে চলবে না সেই সকল কোর্ট বৃহস্পতিবার থেকে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্যদের কলম বিরতি থাকবে বলে সাধারণ সভা থেকে সিদ্ধান্ত হয়। যে সকল আইনজীবী এবং আইনজীবী সহকারী এই সিদ্ধান্ত মানবে না তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যাবস্হা গ্রহন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]