মেহেদী হাসান শিমুল: ইউনিফর্মএ সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির নয়া দিগন্ত শুরু করেছেন। এটি বার ও বেঞ্চ এর নিবিড়তা সমৃদ্ধি ঘটবে।
এ বছরের আগষ্ট মাসের শেষের দিকে বিজ্ঞ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নজরুল ইসলাম এর পরামর্শ ক্রমে জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ শাহ আলম ও সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম এর সার্বিক সহযোগিতা আইনজীবী সমিতির আওয়াধীন আইনজীবী সহকারী সমিতির সকল নিবন্ধিত সদস্যদের ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে।এতে বিচারপ্রার্থীদের হয়রানি বন্ধ হবে।
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি সূত্রে জানা গেছে নিবন্ধন কৃত সকল সদস্যদের বাধ্যতামূলক আকাশি রঙের শার্ট,কালো প্যান্ট পরতে হবে, পাশাপাশি সকলকে তার নিজ নিজ পরিচয় পত্র পরিধান করতে হবে। এছাড়া সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পরামর্শ অনুযায়ী সহকারী সমিতি আরো কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সিদ্ধান্তের মধ্যে রয়েছে আদালত চত্বরে থাকাকালীন সকল আইনজীবী সহকারী সমিতির সদস্যদের বাধ্যতামূলক ইউনিফর্ম পরিধানের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আদালতের এজলাসে ইউনিফর্ম সহ পরিচায় পত্র ছাড়া কেউ মামলা পরিচালনার কাজ করতে পারবে না। যদি কেউ সেটি করে তাহলে তাকে টাউট হিসেবে গন্য করা হবে। পাশাপাশি সকল দালাল দের চিহ্নিত করে আদালত প্রাঙ্গণ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছে।
এবিষয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু বলেন,জেলা ও দায়রা জজ আদালত সাতক্ষীরা ও আইনজীবী সমিতির পরামর্শ অনুযায়ী আমাদের সমিতির সকল সদস্যদের নির্দিষ্ট পোশাক ও পরিচয় পত্র পরিধান নিশ্চিত করা হয়েছে। এতে আদালতে মামলা পরিচালনা করতে সহজ হবে । দালাল ও টাউট মুক্ত আদালত প্রাঙ্গণ হবে।
সাতক্ষীরায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড, শাহ্ আলম জানান, সারাদেশে আদালত প্রাঙ্গণে আইনজীবী সহকারী দের নির্দিষ্ট পোশাক আছে। আমাদের সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে আইনজীবী সহকারী দের সূ-নির্দিষ্ট পোশাক থাকা প্রয়োজন। এছাড়া বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত সাম্প্রতিক আইনজীবী সহকারী দের পরিচয় নিশ্চিত করতে নির্দিষ্ট পোশাক এর কথা বলেছেন। তিনি আরো বলেন অনেকসময় দেখা যায় একজন টাউট বা দালাল কোন আইনজীবীর সহকারী পরিচয় দিয়ে বিচার প্রার্থীকে হয়রানি করে। প্রকৃতি পক্ষে এ পরিচয় দানকারী কোন আইনজীবী সহকারী নয়। সূ নির্দিষ্ট পোশাক থাকলে সাধারণ মানুষ হয়রানি হবে না। এছাড়া তিনি, আইনজীবী সহকারী দের সূ-নির্দিষ্ট পোশাক থাকলে মামলা পরিচালনা করা সহজ হবে বলে জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]