আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন কমিটিতে সভাপতি পদে সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আবু সাইদ বিশ্বাস, অভিভাবক সদস্য রবিউল ইসলাম ও সদস্য সচিব প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো.রুহুল আমিনকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্তৃক মনোনীত হয়েছেন।
৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠানটির হলরুমে নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সম্মানিত সদস্যবৃন্দদের মাদ্রাসা কর্তৃক ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও অধ্যাপক মাওলানা আবুল হাসানের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নতুন এডহক কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, অভিভাবক সদস্য রবিউল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আবু সাইদ বিশ্বাস, অধ্যাপক শরিফুজ্জামান, সিনিয়র শিক্ষক মাওলানা নুরউদ্দীনসহ শিক্ষকবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]