সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আয়োজনে কামিল প্রথম বর্ষের সবক অনুষ্ঠান মাদ্রাসার মিলনায়তনে রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা ইউনুস আলী। এছাড়াও বক্তব্য প্রদান করেন প্রভাষক মাওলানা যোবায়েরুল ইসলাম ও মাওলানা ওবায়দুল্লাহ।
হাদিস বিভাগের দারস প্রদান করেন মহাদ্দিস মাওলানা মোস্তফা শামসুজ্জামান এবং ফিকহ বিভাগের দারস পেশ করেন মুহাদ্দিস মাওলানা সিরাজুল ইসলাম।
বক্তারা তাদের আলোচনায় শিক্ষার্থীদের নৈতিকতা, চারিত্রিক উৎকর্ষ, আদর্শ জীবন গঠন এবং ইসলামী জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, আলোকিত সমাজ ও সুস্থ জাতি গঠনে ইসলামি শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের অধ্যবসায় ও আত্মনিবেদনের মাধ্যমে জ্ঞানার্জনে মনোনিবেশ করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ মাদ্রাসার সকলের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]