নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার এন.বি.বি.কে (নুনগোলা) আল মদিনা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক ডা. আবদুল ওহাব আজাদকে নির্বাচিত করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার (প্রশাসন) ছালেহ আহমাদের স্বাক্ষরিত এক পত্রে এ এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাওলানা এ.বি.এম. হাফিজুর রহমান (সুপার ও সদস্য সচিব), মাওলানা মো. রুহুল আমিন (সাধারণ শিক্ষক সদস্য) এবং মো. সাজ্জাত হোসেন (অভিভাবক সদস্য)।
নির্বাচিত সভাপতি ডা. আবদুল ওহাব আজাদ মাদ্রাসার সার্বিক উন্নয়নে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]