সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ২০২২
সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) বেলা ১১টায় মাদ্রাসার শ্রেণি কক্ষে
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা ও লিল্লাহ বোডিং এর সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু,আহছানিয়া মিশনের কার্যকরী কমিটির সাবেক সদস্য আব্দুল আহাদ, আহছানিয়া মিশন
আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক মো. আব্দুল হামিদ আজাদী, প্রভাষক নুর আহম্মাদ, প্রভাষক মো. আনোয়ারুল ইসলাম, প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক নাছির উদ্দীন, মো. তৈয়্যবুর
রহমান, মো. আবুল বাসার, মো. মোমিন আলী, মো. মিজানুর রহমান, মো.শহিদুল্লাহ, মেহেরুন নাহার, সাজেদা খাতুন, এন.ইউ.এম সাইফুল আলম, মো.আব্দুল করিম, মো. আব্দুল হামিদ, হাসনাহেনা পারভীন, মো. আমিনুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. জাকারিয়া হোসাইন, মো. শামছুর রহমান ও সেলিনা খাতুন প্রমুখ।
এসময় সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ ছাড়াও পরীক্ষার্থীদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মো. আব্দুল হামিদ আজাদী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]