সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যগে বেকার কিন্তু ল্যাপটপ ও ইন্টারনেট সুবিধা আছে এমন বেকার ছেলে-মেয়েদের আউটসোর্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা উপজেলা ডিজিটাল কর্নারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা-তুজ-জোহরা এর সভাপতিত্বে বেকার কিন্তু ল্যাপটপ ও ইন্টারনেট সুবিধা আছে এমন ২০ জন বেকার ছেলে-মেয়েদের উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- শিক্ষিতরা কখনও বেকার থাকতে পারে না। বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন আউটসোর্সিং কাজ করার মাধ্যমে বেকারত্ব দূর করার অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশের বেকার যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ এর ব্যবস্থা করেছেন।
তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য বলেন তারা যেন ভাতা ও সনদপত্র নেওয়ার জন্য প্রশিক্ষণ না নিয়ে এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের কে স্বাবলম্বী করার জন্য এই প্রশিক্ষণ গ্রহন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- শরিফুল ইসলাম, প্রোগ্রামার, জেলা প্রশাসন, সাতক্ষীরা, দেবু বিশ্বাস, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, সাতক্ষীরা সদর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]