এস এম ফারুক হোসেন, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১লক্ষ ১০হাজার টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানের মালামাল আটক করেছে বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, (৭ মার্চ) শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ব্যাটালিয়ন অধিনস্থ ভোমরা বিওপি সীমান্তের লক্ষীদাড়ী এলাকা থেকে ২ লক্ষ ১০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, গাজীপুর বিওপি গাজীপুর বেড়িবাঁধ এলাকা থেকে ২লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ।
ঘোনা বিওপি সীমান্তের পরানদাহ পাকারাস্তা এলাকা থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপি সীমান্তের চারাবাড়ী ও নটিজঙ্গল এলাকা থেকে ২ লক্ষ,১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপি সীমান্তের রাজ্জাকের মোড় এলাকা থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, এছাড়াও হিজলদী বিওপি সীমান্তের আমবাগান এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমে জমা প্রদান করা হয়েছে বলে জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]