মহামারি করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষার জন্য সাতক্ষীরা কর্মরত সাংবাদিকদের উপহার হিসেবে মাস্ক দিয়েছেন জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যলয়ে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির।
স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়াতে কর্মরত সাংবাদিকদের মাস্ক বিতরণ করা হয়।
পৃথকভাবে মাস্ক বিতরনে প্রথমে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের জন্য সভাপতির হাতে মাস্ক তুলেদেন জেলা প্রশাসক হুমায়ুন কবির।
পরে উপস্থিত সাংবাদিক ও ক্যামেরা ম্যানদের মাঝে মাস্ক প্রদান করেন।
মাস্ক প্রদান কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, সিনিয়ার সাংবাদিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, সাংবাদিক ইব্র্রাহিম খলিল, সাগর হোসেন প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সবায়কে মাস্ক পরার বিষয়ে সচেতন হতে হবে। করোনা প্রতিরোধ করতে মাস্কের বিকল্প নেই, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা ব্যাপী মাস্ক বিতরন শুরু হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]