সাতক্ষীরা জেলা কালেক্টরেট জামে মসজিদে সোমবার বাদ মাগরিব থেকে ইশা পর্যন্ত সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মুফতি আকতারুজ্জামান।
প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও গবেষক মাওলানা যোবায়েরুল ইসলাম।
তিনি সূরা আল-বাকারার ২৪তম রুকুর উপর ভিত্তি করে মানবজীবনের দিকনির্দেশনা, সমাজ সংস্কার এবং সমকালীন বাস্তবতা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
মাহফিলে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় আলেম-উলামা, মসজিদের মুসল্লি ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]