জি.এম আবুল হোসাইন : “বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার” এই প্রততিপাদ্যে সদর উপজেলার সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জাতীয় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে "আমার কথা শোনো" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ব্রেকিং দ্য সাইলেন্স ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা'র যৌথ আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও ব্রেকিং দ্য সাইলেন্স'র অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় " আমার কথা শোনো" শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংগঠক মো. মোশাররফ হোসেন মশু।
বিশেষ অতিথি ছিলেন, শিশু সংগঠক শেখ ফারুকুজ্জামান ডেভিড। আরো উপস্থিত ছিলেন, কবি গুলশান আরা, শিশু একাডেমির লাইব্রেরিয়ান মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা তাদের শিশুদের অধিকার বিষয়ে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন।
অতিথিবৃন্দ তাদের স্ব স্ব জায়গা থেকে করণীয় বিষয়গুলি তুলে ধরেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]